× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে ৩৫ টাকা কেজি আলু বিক্রি

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

০৮ নভেম্বর ২০২৩, ১৫:২৮ পিএম

রংপুরের বদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি। সরকারের নির্ধারিত মূল্যে ৩৬ টাকা হলেও তার চেয়ে আরও এক টাকা কমে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে আলু।

বুধবার (৮ নভেম্বর) সকাল ১০ থেকে রংপুর জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে বদরগঞ্জ পৌরশহরের পুরাতন গরুহাটির ও বাঁশ হাটিতে ট্রাকে করে এ আলু বিক্রি শুরু হয়। খোলাবাজারে ন্যায্যমূল্যে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবু সাঈদ।

আলু কিনতেই আসা কুতন সাহা বলেন, বর্তমান বাজারে আলুর দাম অনেক বেশি। উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩৫ টাকা দামে আলুর দাম পেয়ে গরিব মানুষদের অনেক সুবিধা হয়েছে। তবে ৩৫ টাকা দামে আলু বিক্রি কতদিন চলবে আমরা জানি না। সব সময় চললে আলু এখান থেকে সবাই কিনবে।

বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ বলেন, আলুর বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে গত শনিবার কোল্ডস্টোরেজ মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় করা হয়েছে। ইতিমধ্যে খোলা বাজারে সরকার-নির্ধারিত মূল্যে আলু বিক্রি শুরু হয়েছে। আলুর বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.