ঠাকুরগাঁওয়ের জেলা রাণীশংকৈলে ইউজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন স্বামী। এ ঘটনায় ওই স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকাল ৮টার দিকে উপজেলার লেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া খাতুন ওই এলাকার অভিযুক্ত নাজমুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর থেকে রাবেয়া ও তার স্বামী নাজমুলের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়ার শব্দ শুনতে পায় তারা। একপর্যায়ে নাজমুল স্ত্রীকে মারধর করে লোহার ছোরা দিয়ে বুকে আঘাত করে। পরে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বলেন, ভোর থেকে রাবেয়া ও তার স্বামী নাজমুলের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়ার শুরু হয়। একপর্যায়ে নাজমুল স্ত্রীকে মারধর করে লোহার ছোরা দিয়ে বুকে আঘাত করে। এরপরে নাজমুল থানায় এসে আত্মসমর্পণ করে।