× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরকারের উন্নয়ন তুলে ধরতে দুদুর উন্নয়ন শোভাযাত্রা

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

০৮ নভেম্বর ২০২৩, ১৬:৫৬ পিএম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে আওয়ামী লীগ সরকারের আমলে দৃশ্যমান উন্নয়নের চিত্র প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণ মানুষের মাঝে তুলে ধরতে জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাড. সামছুল আলম দুদুর আয়োজনে উন্নয়ন শোভাযাত্রার আয়োজন করেছে। 

উন্নয়ন শোভাযাত্রায় প্রায় ২/৩ হাজার মোটরসাইকেল, মিনি পিকআপ ও মাইক্রোবাসে প্রায় ৫/৬ হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করে। 

বুধবার বেলা ১২ টায় পাঁচবিবি গোহাটা চত্বর থেকে উন্নয়ন শোভাযাত্রা বের হয়ে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত এলাকার সড়ক প্রদক্ষিণ করেন। 

পরে বিকেলে জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

উন্নয়ন শোভাযাত্রায় পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মণ্ডল, সাধারণ সম্পাদক জিহাদ মণ্ডল, পাঁচবিবি পৌর আওয়ামীলীগের সভাপতি এসকে আব্দুল হক, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী পিন্টু, আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তাওহীদ,

সদর উপজেলার দোগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন, ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বাধীন সারোয়ারসহ জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.