× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতিসংঘের আন্তর্জাতিক সদস্য রুবাইত হাসানের মোবাইল ফোন নম্বর ক্লোন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

০৮ নভেম্বর ২০২৩, ১৭:১১ পিএম

সাংবাদিক ও মানবাধিকারকর্মী, জাতিসংঘ ইউএনভি ডিপার্টমেন্ট আন্তর্জাতিক সদস্য রুবাইত হাসানের অফিসিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করা হয়েছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোন ব্ল্যাক হ্যাকার কাজটি করে থাকতে পারে। তবে ক্লোনকারী টাকার বিনিময়ে অন্যান্য ষড়যন্ত্রকারীর সাথে চুক্তিবদ্ধ কাজটি করে থাকতে বলে মন্তব্য করেছেন রুবাইত হাসান। 

রুবাইত হাসান বলেন, এ বিষয়ে সাইবার ইউনিট, এন্টি টেররিজম ইউনিট ও সিআইডি হেডকোয়াটার্স  সাইবার ইউনিট কাজ করছে।

পরামর্শ অনুযায়ী আমার স্থায়ী ঠিকানা আওতাধীন থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি (নং ২৬৮/০৬-১১-২০২৩)। লিখিত সাধারণ ডায়েরির পর, বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ায় অনলাইনেও আপটেড করা হয়েছে। 

সন্দেহভাজন গোষ্ঠী বা ব্যক্তির বিষয়ে পর্যালোচনা করে তিনি নামও দিতে পারেন। এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত। 

তিনি সকলের প্রতি যতক্ষণ নম্বরটি তার নিয়ন্ত্রণাধীন না হচ্ছে ততক্ষণ তার সাথে অনলাইনে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন। 

মঙ্গলবার (৭ নভেম্বর) তিনি সোস্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায়ও এ নিয়ে কথা বলেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.