বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদের ১৭৭ জনকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
গত সোমবার (৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পদোন্নতি দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়।
প্রথম প্রজ্ঞাপনে ১৫০ জন এবং অপরটিতে ২৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মাঝে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কৃতি ৪ জন পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।পদোন্নতি প্রাপ্ত তারা হলেন ফুলবাড়িয়া উপজেলার ১২নং আছিম পাটুলী ইউনিয়নের রামনগরের কৃতি সন্তান কুমিল্লা (বার্ড)এর সাবেক পরিচালক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইয়াসিন আলীর সুযোগ্য পুত্রবধূ ফাহমিদা হক শেলী,৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম মনির,১নং নাওগাঁও ইউনিয়নের নাওগাঁও গ্রামের শ্রী শুবুদ চন্দ্র দত্তের ছেলে পংকজ দত্ত, ভবানীপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মাষ্টারের ছেলে মো. মাসুদ আনোয়ার এসপি হিসেবে পদোন্নতি পাওয়ায় বিভিন্ন গুণীজন অভিনন্দন জানিয়েছেন।
প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারা হলেন জাপার কেন্দ্রীয় নিবাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল, সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের (পিপি) ও ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সমিতি ঢাকার সাধারণ সম্পাদক এড. গোলাম ছারোয়ার খান জাকির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ারুল হক খালেক, বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুর আহমদ চৌধুরী প্রমুখ।