× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় বিপুল শাড়ি-কাপড় উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

০৮ নভেম্বর ২০২৩, ১৮:২২ পিএম

সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিস, শীতবস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৯ বিজিবি) রহনপুর ব্যাটালিয়নের সদস্যরা।

বুধবার (৮ নভেম্বর) সকালে বিজিবি, ম্যাজিট্রেড, পুলিশ, কাস্টমস কর্মকর্তার সম্মুখে আটককৃত ট্রাকটি তল্লাশি করে, ২০০ বস্তা চায়না ক্লে পাওডার এর নিচে ভারতীয় ২৭০ পিস শাড়ি, ৯১০ পিস থ্রিপিস এবং ১৭০০ পিস শাল চাদর (শীতবস্ত্র) পাওয়া যায়। 

এর আগে মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১১.৩০টায় সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ভেহিক্যাল স্কানার দিয়ে চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিপি)র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া নির্দেশনায় সোনামসজিদ বিওপির নায়েক মোঃ শাখাওয়াত হোসেন এর নেতৃত্বে একটি চৌকশ টহল দল বিওপির দ্বায়িত্বপূর্ণ এলাকার সীমান্তে পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ভেহিক্যাল স্কানার রাস্তার উপর যানবহন তল্লাশি করে এ সময় বাংলাদেশি ১টি ট্রাক (ঢাকা মেট্রোট-২২-৬৩৮৩)। বিজিবি ট্রাকটিকে থামানোর সংকেত দিলে চালক ট্রাক থামিয়ে দ্রুত পালিয়ে যান।

বুধবার দুপুর ২.৩০টায় সংবাদ সম্মেলনে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এবং আটককৃত মালামাল চাঁপাইনবাবগঞ্জ কাস্টমে হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.