মাতালরা কি না করতে পারে! সেটা আরও একবার প্রমাণ হলো বরিশালের এক ঘটনায়। পুলিশকে আত্মহত্যার ভয় দেখিয়ে আটককৃত মোটরসাইকেল ছাড়িয়ে নিলো মদ্যপ দুই যুবক।
মঙ্গলবার রাত ৮টার দিকে বরিশাল নগরীর ৯ নং ওয়ার্ডের চকের পোলে ঘটে এ ঘটনা।
ঘটনাস্থলে উপস্থিত থাকা লোকজন এবং পুলিশ সদস্যদের বরাতে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে চকের পোল এলাকায় ডিউটি করছিলেন ট্রাফিক সদস্য টিএসআই নজরুল। এ সময় তিনি একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেন। সেটিতে দুজন আরোহী ছিলেন। বয়সে যুবক।
কিন্তু ট্রাফিকের সংকেত পেয়েও ওই দুই যুবক মোটরসাইকেল না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। নাছোড়বান্দা ট্রাফিক সদস্য টিএসআই নজরুল তাদের ধাওয়া করে মোটরসাইকেলটি আটক করেন। এর পরই শুরু হয় ওই দুই যুবকের পাগলামী। তারা ওই ট্রাফিক সদস্যকে গালাগাল শুরু করেন। দুজনেই মদ্যপ ছিলেন। একপর্যায়ে দুই যুবক ট্রাফিক সদস্যকে মারতেও যান একাধিকবার। এই অবস্থা দেখে ঘটনাস্থলে জনতার ভীড় জমে যায়।
পরিস্থিতি বেগতিক দেখে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান দায়িত্বরত ট্রাফিক সদস্য টিএসআই নজরুল। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের কয়েকজন সদস্য।
তখনও দুই যুবক তাদের মোটরসাইকেল আটক করার জন্য গালাগাল করেই যাচ্ছিলেন ওই ট্রাফিক সদস্যকে। গালের ভেতরে ব্লেড রেখে আত্মহত্যার ভয়ও দেখান। পরে একটি মামলা দিয়ে মোটরসাইকেলটি ছেড়ে দেয় পুলিশ।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- ওসি (অপারেশন) বিপ্লব কুমার মিস্ত্রি বলেন, ‘দুই যুবক মূলত মধ্যপ অবস্থায় ছিল। এরা আসলে এডিক্টেড। একজনের মুখের ভেতর ব্লেড ছিল। সে বারবার বলছিল, আমাকে আটক করলে আত্মহত্যা করব।’
খোঁজ নিয়ে জানা গেছে, ওই দুই যুবকের একজন হলেন- নগরীর ৯ নং ওয়ার্ডের রসুলপুর এলাকার মাদক কারবারি জনি ওরফে ব্লেড জনি। তিনি রসুলপুর এলাকার মুনসুর সর্দারের ছেলে। অন্যজন জনির সহযোগী। তার পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থলে থাকা রাকিব নামের একজন বলেন, ‘মাদক কারবারি জনির মোটরসাইকেলের কাগজপত্র সঙ্গে না থাকায় সেটি আটক করেন ট্রাফিক সদস্য টিএসআই নজরুল। তারা মধ্যপ অবস্থায় পুলিশদের খুব বাজেভাবে গালাগাল করেন। টিএসআই নজরুলকে মারতেও গিয়েছিলেন কয়েকবার। তখন উপস্থিত জনতা মদ্যপ জনি এবং তার সহযোগীকে থামিয়ে রাখেন।’
রাকিব আরও জানান, ‘এরপর রাত ৯টার দিকে ট্রাফিক পুলিশের কয়েকজন সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের কাগজপত্র সঙ্গে নেই- এই মর্মে একটি মামলা দিয়ে আটককৃত মোটরসাইকেলটি ছেড়ে দেয়। এদিকে, দায়িত্বরত ট্রাফিক পুলিশকে মদ্যপ অবস্থায় গালাগাল এবং একাধিকবার মারতে যাওয়ার পরও দুই যুবককে কেন গ্রেপ্তার করা হলো না, এ নিয়ে উপস্থিত জনতার মাঝে ক্ষোভ দেখা যায়। তারা বলছিলেন, এভাবেই অপরাধ প্রবণতা বাড়ে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2023 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh