× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রধান শিক্ষকের বাড়িতে ছাত্রীর রহস্যমৃত্যু, বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

শেরপুর প্রতিনিধি

১৬ নভেম্বর ২০২৩, ১৬:২১ পিএম

শেরপুরের দশম শ্রেণির শিক্ষার্থী ফারিয়া ইয়াসমিন ঝিনুকের রহস্যজনক মৃত্যু ও ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। 

বৃহস্পতিবার সকালে শেরপুর সদর উপজেলার কামারের চর এলাকায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

স্থানীয়রা বলেন, মেধাবী শিক্ষার্থী ঝিনুকের বাবার মৃত্যুর পর মা দ্বিতীয় বিয়ে করে চলে যান। এরপর থেকে ঝিনুক ও তার ছোট ভাই দাদির বাড়িতে থাকতো। এ সুযোগে তার চাচা স্কুলশিক্ষক রাকিবুল তাকে নিয়মিত ধর্ষণ করতো। বিষয়টি দাদা-দাদি ও স্কুলের প্রধান শিক্ষকের কাছে জানিয়েও কোন সুবিচার না পেয়ে আত্মহত্যার পথ বেঁছে নেয় ঝিনুক। তার লিখা চিরকুটেও বিচার না পাওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঝিনুকের মা কমলা বেগম বলেন, ধর্ষণের ঘটনায় কারো কাছে সুবিচার না পেয়ে তার ফুপা প্রধান শিক্ষক শেখ ফরিদের বাড়িতে আশ্রয় নেয়। প্রতিশ্রুতি অনুযায়ী সেখানেও বিচার না পেয়ে, তার বাড়িতেই আত্মহত্যা করে ঝিনুক। আমি এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার প্রার্থনা করছি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ঝিনুকের মা আদালতে একটা অভিযোগ দিয়েছেন। আমরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর আমরা একটি অপমৃত্যু মামলা নিয়েছি। রিপোর্ট পেলেই দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.