জয়পুরহাটে বিস্ফোরক মামলায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০/৩৫ জনের নামে মামলা হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) সকালে গাড়ির মালিক বিপ্লব হোসেন মণ্ডল বাদী হয়ে জয়পুরহাট থানায় বিস্ফোরক আইনে মামলা করেন।
এ ঘটনায় রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাসুদ রানা (৪৫) নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাকে সদর উপজেলার জামালপুর (পূর্ব বাজার) এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, পিকআপভ্যানে আগুন দেয়ার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, বিএনপির টানা ৪৮ ঘণ্টা হরতাল সমর্থনে জয়পুরহাটে একটি পিকআপভ্যানে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। শনিবার সদরের পাকারমাথা-বটতলী বাইপাস সড়কের বিনশিরা এলাকায় একটি খালি পিকআপভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলে। পিকআপটি রাতে র্যাকার দিয়ে নিয়ে আসে পুলিশ।