× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে কচুয়ায় ব্যাপক ক্ষতি-জনদুর্ভোগ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২৩, ১৪:৪৪ পিএম

চাঁদপুরের কচুয়ায় বৃহস্পতি ও শুক্রবার এ দুই দিনের টানা ভারি বৃষ্টি ও ঝড়ো বাতাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে অনেক স্থানে বিদ্যুতের লাইনের উপরে গাছ উপড়ে পড়ে খুঁটি ভেঙেছে। কোথায় ও লাইনের তার ছিড়ে মাটিতে পড়ে আছে। 

শনিবার ভোর থেকে রবিবার বিকেল পযর্ন্ত  অনেক এলাকায় লাইন সচল করা সম্ভব হয়নি। ফলে বিদ্যুৎ বিহীন মানবেতর জীবনযাপন করছে গ্রাহকরা।

চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি ১ এর কচুয়া জোনাল অফিসের ওএন্ডএম বিভাগের কয়েকজন কর্মকর্তা জানান, যথারীতি কাজ করার জন্য যে লোকবল প্রয়োজন তা সংখ্যায় নগন্য এরই মধ্যে হঠাৎ ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে একসাথে সমগ্র কচুয়ায় অনেক লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় আমাদের লাইনক্রু কাজ করে শেষ করতে হিমশিম খাচ্ছে। প্রতিনিয়ত অসংখ্য অভিযোগ আসছে। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করি আগামী দু-এক দিনের মধ্যেই আমরা ক্ষতিগ্রস্ত লাইনের কাজ শেষ করতে পারব। 

ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে পুইশাক, পালংশাক, লালশাক, মরিচ, ধনিয়া, ফুলকপি, বাধাকপি, মুলা ইত্যাদি শীতকালীন শাক-সবজি বিনষ্ট হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সরিষার। নিচু মাঠের আমন ধান পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন স্থানে গাছের ঢাল পালা ভেঙে যাওয়াসহ বিভিন্ন গাছ-পালা উপড়ে পড়ে ঘন্টার পর ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.