× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে বিক্ষোভ-অগ্নিসংযোগ, জামায়াতের ২ নেতাকর্মী আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২৩, ১৫:২১ পিএম

দেশব্যাপী বিএিনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতাল সমর্থনে ঈশ্বরদীতে বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেছে জামায়াত ও বিএনপি নেতা-কর্মীরা। এ ঘটনায় ২ জনকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের নওদাপাড়া দোতলা মসজিদ এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াত। 

অপরদিকে ঈশ্বরদী-বানেশ্বর মহাসড়কের রেলগেট কাচারি পাড়া এবং ঝাউতলা এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন কারাবন্দী বিএনপি নেতা জাকাড়িয়া পিন্টু সমর্থিত নেতা-কর্মীরা। 

এদিকে সকাল সাড়ে ৬টার দিকে বাজারের কলেজ রোডে একটি চিনি ভর্তি ট্রাকে ভাঙচুর এবং আগুন দেয় বিএনপি নেতা কর্মীরা। এর আগে ট্রাকটির সামনের গ্লাস ভেঙে দেয় হরতাল কারীরা। পরে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিভিয়ে ফেলানো হয়।

বিক্ষোভ চলাকালে পুলিশের ধাওয়ায় নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলেও জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে জামায়াতের ২ জন  নেতা কর্মীকে আটক করেন পুলিশ সদস্যরা। 

গ্রেফতারকৃতরা জামায়াতের দুই নেতাকর্মী হলেন, মো. মোস্তাফিজুর রহমান ও হাফেজ আব্দুর রউফ রবিন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, বিক্ষোভকারীরা সকালে নাশকতার চেষ্টা করতে ছিলো এমন খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। সে সময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে ২ জনকে আটক করা হয়েছে। তবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.