× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জয়পুরহাটে রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতি এগিয়ে নেয়ার কর্মশালা

জয়পুরহাট প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২৩, ১৬:২৭ পিএম

‘আমরা চাই সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতি এগিয়ে নেওয়ার পরিকল্পনায় জয়পুরহাটের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা মিলিত হলেন এক কর্মশালায়। 

রোববার (১৯ নভম্বের) শহরের স্টেশন এলাকার একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই কর্মশালা কর্মশালা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও ইউকেএইডের সহযোগিতায় জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও যুব সংগঠনের প্রায় ৪০জন প্রতিনিধির অংশগ্রহণের কর্মশালার আয়োজন করেন জয়পুরহাট মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম। 

অনুষ্ঠানের সভাপতত্বি করনে মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সভাপতি খ ম আবদুর রহমান রনি।  কর্মশালা পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজনাল ম্যানেজার আসমা আক্তার।

কর্মশালায় রাজনৈতিক সৌহার্দ্যের চ্যালেঞ্জ  মোকাবলোয় করণীয় নির্ধারণ করে আগামী এক বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রত্না রশিদ, মহিলা আ'লীগের সহসভাপতি নাছিমা বেগম, এনসিটিএফ এর কেন্দ্রিয় কমিটির সভাপতি রোমান ফাহিম, বিডিক্লিনের লজিস্টিক আমিনা ইসলাম রোজা, ডিবেট ক্লাবের সভাপতি সুস্মিতা সরকার, পাশে আছি আমরা সংগঠনের সভাপতি আরাফ রাহমান, বাঁধন রক্তদানের সদস্য হাবিবা জান্নাতসহ মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের অন্য সদস্যরা।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.