কুমিল্লার দাউদকান্দি গৌরীপুরে মদিনাতুল কোরআন হিফজ মাদ্রাসা থেকে সারা দেশে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণ পদক পেয়েছে মো. আল মামুন।
মদিনাতুল কোরআন হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা,পরিচালক হাফেজ, ক্বারী মো. ইয়াসিন বলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে ২৮তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় ২৮ অক্টোবর থানাভিত্তিক ১০ পারা গ্রুপে তৃতীয় স্থান এবং ষষ্ঠ স্থান অর্জন করেছে যথাক্রমে আব্দুল্লাহ ও আল মামুন এবং পাঁচ পারা গ্রুপে যথাক্রমে চতুর্থ, পঞ্চম এবং সপ্তম স্থান অর্জন করেছে যথাক্রমে আলিফ, আবু বকর ও রাফিন এবং ৪ নভেম্বর জেলাভিত্তিক প্রতিযোগিতায় ১০ পারা গ্রুপে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে আল মামুন এবং আব্দুল্লাহ এবং পাঁচ পারা গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছে আবু বকর।
সর্বশেষ ৯ নভেম্বর দারুসুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত সমগ্র বাংলাদেশে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণ পদক পেয়েছে আল মামুন।
মো. ইয়াসিন বলেন, আমরা চেষ্টা করি সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিতে। শিক্ষার্থীরা সেইভাবে অনুসরণ করেন। তাই সে পরিশ্রমের ফল সে পেয়েছে।
সকলের নিকট দোয়াপ্রার্থী আল্লাহ তাআলা যেন এই ধারাবাহিকতা বজায় রাখেন এবং উক্ত মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত কবুল করেন।
আন্তর্জাতি হাফেজ ক্বারীদের তত্ত্বাবধানে পরিচালিত মদিনাতুল কোরআন হিফজ মাদ্রাসা, সামিহা প্লাজা পাঁচ তলা যমুনা ব্যাংকের উপরে, গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।