দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে তার পক্ষে গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। শনিবার বিকেল পর্যন্ত তিন শতাধিক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির বিভিন্ন নেতা। এর মধ্যে সিলেট বিভাগের চার জেলার ১৭ জন মনোনয়ন ফরম কিনেছেন।
তারা হলেন সিলেট-৬ আসনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, মৌলভীবাজার-২ আসনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম চৌধুরী নাদেল, সুনামগঞ্জ-৩ আসনে আজিজুস সামাদ ডন, সিলেট-৫ আসনে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সুনামগঞ্জ-১ আসনে এডভোকেট রনজিত সরকার।
এছাড়া সিলেট-৬ আসনে কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, একই আসনে যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসার খান সাদেক ও মৌলভীবাজার-২ আসনে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান শামীমসহ ১৭ জন মনোনয়ন ফরম কিনেছেন।