× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটের ৪ জেলায় ১৭ জন আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন

সিলেট ব্যুরো

১৯ নভেম্বর ২০২৩, ১৭:০৫ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। 

শনিবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে তার পক্ষে গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। শনিবার বিকেল পর্যন্ত তিন শতাধিক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির বিভিন্ন নেতা। এর মধ্যে সিলেট বিভাগের চার জেলার ১৭ জন মনোনয়ন ফরম কিনেছেন।

তারা হলেন সিলেট-৬ আসনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, মৌলভীবাজার-২ আসনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম চৌধুরী নাদেল, সুনামগঞ্জ-৩ আসনে আজিজুস সামাদ ডন, সিলেট-৫ আসনে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সুনামগঞ্জ-১ আসনে এডভোকেট রনজিত সরকার। 

এছাড়া সিলেট-৬ আসনে কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, একই আসনে যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসার খান সাদেক ও মৌলভীবাজার-২ আসনে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান শামীমসহ ১৭ জন মনোনয়ন ফরম কিনেছেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.