× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেন্দুয়ায় হাঁসভর্তি পিকআপে আগুন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২৩, ১৭:৪৬ পিএম

নেত্রকোনার কেন্দুয়ায় রাতে হাঁসভর্তি পিকআপে আগুন দিয়েছে দুস্কৃতকারীরা।

শনিবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কেন্দুয়া চিরাং সড়কের বাট্টা মোড়ে ঘটনাটি ঘটেছে।

উপজেলার কান্দিঊড়া ইউনিয়নের কান্দিঊড়া গ্রামের পিকআপের মালিক ও চালক মনসুর মিয়া বলেন আমি বারহাট্টা থেকে ৭০০ হাঁস নিয়ে রাত ১১টার দিকে উপজেলার মোজাফফর পুর ইউনিয়নের গগডা গ্রামে নিয়ে যাচ্ছিলাম। এরই মধ্যে কেন্দুয়া চিরাং সড়কের বাট্টা মোড়ে পৌঁছলে কয়েকজন দুস্কৃতকারী আমার হাঁস ভর্তি  পিকআপে আগুন জ্বালিয়ে দেয় এবং হাঁসগুলো লুট করে নিয়ে যায়।আমি লাফ দিয়ে কোন ভাবে জীবন বাচাঁই। এতে আমার  ১০ লক্ষ টাকা দামের পিক আপের সামনের অংশ পুড়ে ছাই হয়ে যায়।

 কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক ( ওসি) এনামুল হক বলেন, দুস্কৃতকারীরা বিভিন্ন স্থাপনা ধ্বংস,ভাংচুর, ক্ষতিসাধন, লুটপাট  এবং অগ্নিসংযোগের মত অপরাধ মূলক কার্য করে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সরকারের বিরুদ্ধে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং বর্তমান সরকারের পতন ঘটানোর লক্ষ্যে ক্ষতি সাধন করে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারার অপরাধ করেছে। হরতাল পালনকারীরা এ ঘটনা ঘটাতে পারে।

তিনি আরো বলেন, প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে আসামিদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা করে তাদের দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। পিকআপ টি থানা হেফাজতে রাখা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.