× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নুরুল, সেক্রেটারি মোবারক

নরসিংদী প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২৩, ১৭:৫০ পিএম

নরসিংদী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মো. নুরুল ইসলাম সভাপতি ও ৭১ টিভির জেলা প্রতিনিধি মো. মোবারক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) প্রেসক্লাব ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নির্বাচন কমিশিনের সদস্য ও নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী এই ফলাফল ঘোষণা করেন।

সকাল ১০ টা থেকে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহন। এসময় ক্লাবের ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের প্রাপ্ত ফলাফলে সমকালের জেলা প্রতিনিধি মো. নুরুল ইসলাম ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মোর্শেদ শাহরিয়ার পেয়েছেন ২০ ভোট। 

এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ৭১ টিভির জেলা প্রতিনিধি মোবারক হোসেন ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী কামরুল ইসলাম কামাল পেয়েছেন ১৪ ভোট। অপরদিকে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাদল কুমার সাহা (ভোরের কাগজ) ও মশিউর রহমান সেলিম (বাংলাদেশ টুডে), যুগ্ন সম্পাদক পদে নাগরিক টিভির জেলা প্রতিনিধি মো. আকরাম হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. জাকির হোসেন, সাহিত্য সম্পাদক প্রীতি রঞ্জন সাহা, দপ্তর সম্পাদক ডিবিসি’র জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন এবং নির্বাহী সদস্য হিসেবে দৈনিক গ্রামীন দর্পনের সম্পাদক কাজী আনোয়ার কামাল, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি বদরুল আমীন চৌধুরী ও বর্তমান যোগাযোগ পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.