× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাটাখালীতে হোটেলে অভিযান, ম্যানেজার-নারীসহ আটক ১১

বাগেরহাট প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২৩, ১৮:০৩ পিএম

বাগেরহাট ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ড এলাকার একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে হোটেল ম্যানেজার ও তিন নারীসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ জানায়, রোববার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই হোটেলে অভিযান পরিচালনা করে। 

এসময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে তাদেরকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে কাটাখালী বাসস্ট্যান্ড এলাকার স্বপ্নবিলাশ হোটেলে এ ধরনের অনৈতিক কার্যকলাপ চলে আসছিল। এমন খবর পেয়ে এদিন ওই হোটেলে অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশ জানায়।

আটককৃতরা হলো,খুলনা ডুমুরিয়ার গজেন্দ্রপুর গ্রামের মৃত মো. হাফিজুর রহমানের ছেলে হোটেল ম্যানেজার আ. জলিল গাজী (৩৪), ফকিরহাটের টাউন-নওয়াপাড়া গ্রামের মিজান বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (২০), খুলনা দৌলতপুরের পাবলা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম (২৬), গোপালগঞ্জের কোটালীপাড়ার হীরন গ্রামের মুজিবুর রহমানের ছেলে মিজান ফকির (২৩), খুলনা রূপসার খাজাডাঙ্গা গ্রামের মোসলেম শেখের ছেলে তুহিন শেখ (২৩), রূপাসার ঘাটভোগ গ্রামের ইরান শিকদারের ছেলে হীরক শিকদার (৩০), গোপালগঞ্জের কোটালীপাড়ার বর্ষাপাড়া গ্রামের আজহার আলী শেখের ছেলে শরিফুল শেখ (২০), ফকিরহাটের বালিয়াডাঙ্গা গ্রামের ইরান শেখের ছেলে মুরাদ শেখ (৪৫), পিরোজপুরের মেয়ে (২০), খুলনা কয়রার মেয়ে (২৫) এবং রূপসার এক গৃহবধূ (৪০)।

বিষয়টি  নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ওই হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তাদেরকে বাগেরহাট আদালতে সোর্পদ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.