× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে নিখোঁজের ৮ দিন পর যুবকের লাশ উদ্ধার

সিলেট ব্যুরো

১৯ নভেম্বর ২০২৩, ১৮:২৫ পিএম

সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকায় নিখোঁজের ৮ দিন পর ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুরে উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রাম এলাকার কাজিরপাতন গ্রামেরর পার্শ্ববর্তী ধানক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল হামিদ (৩১) স্থানীয় চারিগ্রাম (কাজিরপাতন) গ্রামের মরহুম মুজম্মিল আলীর ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল হামিদ ৮ দিন আগে গত ১১ নভেম্বর বাড়ি থেকে মাগরিবের নামাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন। 

রবিবার দুপুরে নিখোঁজ আব্দুল হামিদের বাড়ির পার্শ্ববর্তী ধান ক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। লাশটি অর্ধগলিত থাকায় আঘাতের চিহ্ন আছে কি না শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.