× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরগুনা-২ আসনে আ.লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন ৪ জন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২৩, ১৯:১০ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে রোববার বিকেল পর্যন্ত আওয়ামী লীগের দলীয় ৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এর মধ্যে রয়েছেন মহিলা এমপি সুলতানা নাদিরা, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট মশিউর মালেক, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার ও  বেতাগী উপজেলা আওয়মী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম গোলাম কবির। আগামীকাল সোমবার দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করবেন বর্তমান সংসদ সদস্য আলহাজ শওকত হাচানুর রহমান রিমন।  

দলীয় প্রার্থী ও একাধিক নেতাদের সুত্রে জানা গেছে, রাজধাণীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে পৃথকভাবে তারা মনোনয়ন পত্র সংগ্রহ করেন। 

এর মধ্যে মহিলা এমপি সুলতানা নাদিরার পক্ষে তার একান্ত সহকারি শহীদুল ইসলাম, আলহাজ্ব এবিএম গোলাম কবিরের পক্ষে পৌর আওয়ামী লীগের সভপতি বাবুল আক্তার, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার ও এ্যাডভোকেট মশিউর মালেক নিজে ও দলের নেতাকর্মিরা এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন এবং  দলীয় মনোনয়নপত্র পাওয়ার প্রত্যাশায় এরা সবাই সোমবার দলীয় মনোনয়নপত্র দাখিল করবেন।  

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.