গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আটাবহ ইউনিয়নের চান্দাবহ এলাকা থেকে এক নারী পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে বলে জানিয়েছে এলাকাবাসী। তবে এ বিষয়টি রহস্যজনক মৃত্যু বলে ধারণা করছেন অনেকেই।
নিহত শ্রাবন্তী (১৮) উপজেলার আটাবহ ইউনিয়নের চান্দাবহ এলাকার সুরেশের মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রাবন্তী দীর্ঘদিন আগে একই গ্রামের মোকছেদ হোসেনের ছেলে রাজন (২৫) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে শ্রাবন্তী হিন্দু পরিবারের মেয়ে ও রাজন মুসলমান পরিবারের ছেলে। দু’পরিবার প্রেমের সম্পর্ক পারিবারিকভাবে মেনে না নেওয়ায়। গত কয়েকদিন আগে শ্রাবন্তী ও রাজন বাড়ি থেকে পালিয়ে যায়। পরে পরিবার থেকে অনেক খোঁজাখুঁজি করে একপর্যায়ে তাদেরকে পেয়ে বাড়িতে নিয়ে আসে। এ বিষয়ে আজ সন্ধ্যায় গ্রাম্যভাবে বসার কথা ছিল বলে জানা যায়। কিন্তু শ্রাবন্তী পরিবারের চাপ সহ্য করতে না পেরে রোববার দুপুরে ফাঁকা বাড়ি পেয়ে ঘরের ভিতরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
আটাবহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল লতিফ জানান, আমি শুনতে পেরেছি ছেলে-মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। কয়েকদিন আগে তাদেরকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। পরে দুই পরিবারে কি হয়েছে বিষয়টি আমি জানি না।
কালিয়াকৈর থানার তদন্ত ওসি মো. সাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রাবন্তী নামের একটি মেয়ের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। ধারণা করা যাচ্ছে বিষয়টি প্রেম গঠিত হতে পারে। তবে পরিবারের কাছ থেকে এখন পর্যন্ত স্পষ্ট কোনো কিছু জানতে পারিনি। এ বিষয়ে অপমৃত্যুর একটি মামলা হচ্ছে।