ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জে গমবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (২০ নভেম্বর) গভীর রাতে কামারখন্দ উপজেলার কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় উত্তরবঙ্গগামী ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি গম বোঝাই ট্রাক মহাসড়কের কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় পৌঁছালে তাতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে টহলবাহী টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। কারা এই আগুন দিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে, বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে একই উপজেলার ঝাঐল ওভার ব্রিজ এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছিলো দুর্বৃত্তরা। এ ঘটনায় তাকে চালক বাদী হয়ে মামলা দায়ের করেছিলো।