মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে তিন কেজি পাঁচশত গ্রাম গাঁজাসহ সাহিদুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করেছে।
সোমবার সকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক সাহিদুল ইসলাম সাহারবাটি গ্রামের আব্দুল খালেকের ছেলে।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাহারবাটি গ্রামের সাহিদুল ইসলামের বাড়ি ঘেরাও করি। এ সময় সাহিদুল ইসলামের ঘর তল্লাশি চালিয়ে তার শোয়ার ঘরের খাটের নিচে বিশেষভাবে তৈরি বাক্সের মধ্যে থেকে প্লাস্টিকের বস্তা বোঝায় তিন কেজি পাঁচশত গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা করা হয়েছে।
অভিযানে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।