নীলফামারীর ডিমলায় নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. লাভলু ইসলাম উপজেলার নাউতারা এলাকার বাসিন্দা।
রবিবার বিকালে উপজেলার নাউতারা ইউনিয়নের মধ্যকাকড়া এলাকায় নাউতারা নদীর পাড়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আকতার।
জানা যায়, নাউতারা ইউনিয়নের মধ্যকাকড়া এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু তুলে ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লাভলু নামের ব্যাক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আকতার জানান, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নদী রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-আলম সিদ্দিকী বলেন, পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনকারী ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।