সীতাকুণ্ডে ৮শ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে এসব পণোদনা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুল্লাহ। সহকারি কৃষি কর্মকর্তা মোঃ শাহ আলম ও হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী,উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী ও মৎস কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মনির হায়দার, মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, পিআইও মোঃ আলমগীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদেরসহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকবৃন্দ।
কৃষি অফিস জানায়, সরকার খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছেন। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা অব্যাহত রেখে পুষ্টি ঘাটতি পূরণের জন্য সরকার ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, শীতকালীন মুগ ও খেসারি আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। সে লক্ষ্যে চট্টগ্রাম জেলার ৮ হাজার ৫শ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন সরকার। তারই ধারাবাহীকতায় সীতাকুণ্ডে ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৮শ কৃষককে বিনামূল্য বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। তালিকাভুক্ত প্রতি কৃষককে ১ বিঘা ভুট্টা আবাদের জন্য ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং সরিষা আবাদের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, চিনাবাদাম আবাদের জন্য ১০ কেজি বীজ,১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, সূর্যমুখীর জন্য ১ কেজি বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।এছাড়া শীতকালীন মুগ আবাদের জন্য ৫কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার এবং খেসারি আবাদের জন্য ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি, সার কৃষকদের দেওয়া হচ্ছে।