× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগেরহাটে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

বাগেরহাট প্রতিনিধি

২০ নভেম্বর ২০২৩, ১৭:৩৭ পিএম

বাগেরহাটে হামিম পরিবহনের চাকায় পিষ্ট হয়ে আইবিবিএল এজেন্ট শাখার ইনচার্জের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার শিবপুর শিববাড়ী মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহীর। 

নিহত মোটরসাইকেল আরোহী হোসেন শেখ ওরফে কাজল (২৬) বাগেরহাট জেলা সদরের বেমরতা ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার আব্দুস সাত্তার শেখ এর ছেলে। সে ইসলামী ব্যাংক বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পাঁচগাও বাজার এজেন্ট শাখার ইনচার্জ।

স্থানীয়ভাবে জানা গেছে, সকালে কর্মস্থলে যাওয়ার পথে রায়েন্দা থেকে ছেড়ে আসা ঢাকাগামী হামিম পরিবহন যার নম্বর ঢাকা মেট্রো- ব- ১৪-৬০৮৬ দ্রুতগামী বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেল চালক কাজলের। ফলে মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে বাসের সামনের অংশের মধ্যে ঢুকে যায়। স্থানীয়রা দ্রুত আহত কাজলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে বাসে থাকা যাত্রীদের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। ঘাতক বাসের ড্রাইভার ও হেল্পার পলাতক রয়েছে।

দুর্ঘটনার বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহাসীন হোসেন বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত হামিম পরিবহন ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.