× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পালিয়ে ভারত যাওয়ার সময় ফুলবাড়ী সীমান্ত থেকে তরুণী উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

২০ নভেম্বর ২০২৩, ১৮:২৭ পিএম

বাগেরহাট জেলা থেকে নিখোঁজ ঐশী বাড়াই (১৭) নামে এক তরুণীকে চারদিন পর উদ্ধার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। 

সোমবার সীমান্ত এলাকা থেকে উদ্ধারের পর তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন।  

পুলিশ জানায়, ঐশী জিজ্ঞাসাবাদে বলে যে, অনলাইনের মাধ্যমে তার সাথে এক ভারতীয় যুবকের পরিচয় হয়। সেই যুবকের কথা মতো সে কুড়িগ্রামের ফুলবাড়ী হয়ে ভারতে যাওয়ার উদ্দেশে বাগেরহাট থেকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার সীমান্ত এলাকায় পালিয়ে আসে। 

গত ১৬ নভেম্বর বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পালেরখন্ড এলাকা হতে ঐশি বাড়াই নিখোঁজ হয়। পরে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানায় সাধারন ডাইরী (জিডি) করেন ঐশীর বাবা।

জিডির প্রেক্ষিতে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম নিখোঁজ ঐশী বাড়াইকে ফুলবাড়ী এলাকার ব্রাক মোড় থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে তার বাবা মাকে অবগত করা হলে ফুলবাড়ী থানায় উপস্থিত হলে তাকে হস্তান্তর করা হয়। 

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, ওই তরুণীকে উদ্ধার করে সোমবার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.