× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

২০ নভেম্বর ২০২৩, ১৯:১৪ পিএম

জয়পুরহাটে মাদক মামলায় বান্ধন উড়াও নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা জজ আদালত-২ বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। রায়ের সময় আসামীর অনুপস্থিত ছিলেন। এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মজিদুল ইসলাম ওরফে মাঝি নামে অপর একজনকে খালাস দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামি বান্ধন উড়াও জেলার পাঁচবিবি উপজেলার রুপাপুর গ্রামের মৃত লাহারু উড়াইয়ের ছেলে বলে জানা গেছে।

সূত্র জানায়, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর ভোরে জেলার পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী পূর্ব উচনা গ্রাম থেকে মাদক নিয়ে রতনপুরের দিকে আসছিলেন বান্ধন উড়াও ও মজিদুল ইসলাম ওরফে মাঝি নামে দু'জন ব্যক্তি। পথে কয়া এলাকায় পুলিশ তাদের থামার সিগনাল দিলে একজন পালিয়ে গেলেও বান্ধন উড়াওকে আটক করা হয়। তখন বান্ধনের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশী করে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। আজ ৫বছর পর অভিযুক্ত বান্ধন উড়াওয়ের যাবজ্জীবন দেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মজিদুল ইসলাম মাঝিকে খালাস দেন আদালত।

এ বিষয় নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.