ভোলা -৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ১৪ জন প্রার্থী।
সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয় থেকে এসব মনোনয়ন বিক্রি হয়েছে বলে জানা গেছে। দলীয় কার্যালয়ে নির্ভরযোগ্য একটি সুত্র জানিয়েছে।
মনোনয়ন সংগ্রহ করা প্রার্থীদের মধ্যে রয়েছেন একাধিক নেতা এবং সাবেক সংসদ সদস্য। তবে মনোনয়ন দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন বর্তমান সংসদ সদস্য। দ্বীপের রাজনীতিতে শেষ পর্যন্ত কার ভাগ্যে দলীয় মনোনয়ন জুটবে তা নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। চায়ের কাপে এখন চলছ সেই আলোচনা। মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছেন প্রার্থীরা। বর্তমার সংসদ সদস্য কি তার আসন ধরে রাখতে পারবেন নাকি নতুন মুখ আসবে তা নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া।
দলীয়সুত্রে জানা যায়, ভোলা-৩ আসন থেকে যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তাদের মধ্যে রয়েছে বর্তমান সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও তার সহধর্মীনি নাওয়াল গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক বরিশাল সমাচার পত্রিকা সম্পাদক ও প্রকাশক ফারজানা চৌধুরী। এছাড়াও সাবেক সংসদ সসদস্য মেজর (অবঃ) জসিম উদ্দিন, আবু নোমান হাওলাদার, মোশারেফ হোসেন দুলাল, হোসেন হাওলাদার,ফখরুল আলম,একেএম হেদায়েতুল ইসলাম, হেদায়েতুল ইসলাম মিন্টু, এমএ কাসেম, কামরুজ্জামান শাহীন, মোঃ রাকিব হাসান (সোহেল), ইঞ্জিনিয়ার মীর মোবাশ্বের আলী ও মনির উদ্দিন।
এদিকে মনোনয়ন প্রার্থীদের মধ্যে রয়েছেন অনেকেরই তৃণমূল রাজনীতির সাথে নেই কোন সম্পৃক্ততা তারাও পেতে চান দলীয় মনোনয়ন।
তবে এরকম মনোনয়ন প্রত্যাশীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তৃণমূল আওয়ামী লীগ নেতারা।তারা বলছেন নির্বাচন আসলে এসমস্ত অতিথি পাখিদেরকে দেখা যায়।তাদেরকে দলের দুঃসময়ে খুঁজে পাওয়া যায় না সুসময় আসলে তারা এসে হাজির হয়।
বর্তমান সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত তিন মেয়াদে আমাকে নমিনেশন দিয়েছেন। আমি এমপি নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুর কন্যার প্রতিটি আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছি এবং জনগণের সেবা করেছি। আমি মনে করি নেত্রী এবারও আমাকে নমিনেশন দেবে এবং জনগণের সেবা করার সুযোগ দেবে।