ভোলায় একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে ভোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
সোমবার দিনগত রাত তিনটার দিকে লালমোহন উপজেলা ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন আজাহার মাঝিতে বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মনির বয়াতি (৪০)। তিনি ওই এলাকার তালের আলীর ছেলে। আহতের নাম ফিরোজ। বোমা বানাতে গিয়ে আহতদের উদ্ধারের পর হাসপাতালের পথে।
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এগিয়ে এসে দুই জনকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নেওয়া হয়। আহতদের অবস্থা খুবই আশঙ্কা জনক দেখে চিকিৎসক তাদেরকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে আহত মনির মারা যায়। ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনি, এক ডাকাত নিহতডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনি, এক ডাকাত নিহত
লালমোহন থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত জব্দ করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।