ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ৮ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
অপহরণ হওয়া ওই ছাত্রী বরিশাল কলেজ ইয়াড হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণকারী মিজান (১৬)কে আসামি করে সোমবার রাতে দক্ষিণ আইচা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ অপহরণ হওয়া ছাত্রীসহ অপহরণকারীকে উদ্ধার করে থানা হেফাজতে আনেন।
অপহরণকারী তরুণ মিজান উপজেলার একই ইউনিয়নের ও একই গ্রামের মো. ইয়াছিনের ছেলে।
ছাত্রীর বাবা জানান, সোমবার দুপুরের দিকে অপহরণকারী মিজান আমার বাড়িতে গিয়ে আমার মাকে মারধর করে আমার মেয়েকে তুলে নিয়ে যায়। এরপর থানা পুলিশকে জানালে তারা রাত সাড়ে ৯টার সময় অপহরণকারী মিজান ও আমার স্কুল পড়ুয়া মেয়েকে উদ্ধার করে থানায় আনেন। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে।
দুইজন তরুণ-তরুণী থানা হেফাজতে রয়েছে বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।