× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কিশোরগঞ্জে ৬ আসনে একাধিক প্রার্থীর হাড্ডা-হাড্ডি লড়াই

মো. ইমরান হোসেন, কিশোরগঞ্জ

২১ নভেম্বর ২০২৩, ১৬:৪৬ পিএম

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জেও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পরপরই গত শনিবার থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর থেকেই আলাদা আলাদা মনোনয়ন প্রত্যাশি ও নেতা-কর্মীদের চোখে-মুখে দেখা যায় আনন্দের ছাঁপ। ক্রমান্বয়ে উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ। শহর থেকে শুরু করে জেলার বিভিন্ন উপজেলার গ্রাম, পাড়া, মহল্লার রাস্তাঘাট অলিগলিতে সাধারণ মানুষের মাঝে আনন্দের ঝড় বয়ে বেড়াচ্ছে। চলছে হাড্ডা-হাড্ডি লড়াই। এখন শুধু মনোনয়ন পাওয়ার অপেক্ষায় দিন গুনছে নেতা-কর্মীরা। সাধারণ ভোটারদের মাঝে একটাই আলোচনা; কে পাবে নৌকার টিকেট? কিশোরগঞ্জে মোট ৬টি আসনের মধ্যে ৫টিতেই একাধিক প্রার্থী আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

কিশোরগঞ্জ -১ (সদর-হোসেনপুর): আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মসিউর রহমান হুমায়ুন। এদিকে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের মেয়ে বর্তমান এমপি সৈয়দ জাকিয়া নূর লিপি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। অন্যদিকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ’র ছেলে রাসেল আহম্মদ তুহিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ও বর্তমান এমপি সৈয়দা জাকিয়া নূর লিপির বড় ভাই মেজর জেনারেল (অব.) সাফায়েতুল ইসলাম।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া): আসনে বর্তমানে এমপি সাবেক আইজিপি নূর মোহাম্মদ। তার বাইরে মনোনয়ন ফরম নিয়েছেন আরও সাতজন। 

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল): এ আসনটিতে বর্তমান এমপি জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ আসনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক অধ্যাপক আ.ন.ম নৌশাদ খাঁন সহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আরো ৬জন।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) এ আসনে বর্তমান এমপি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জ্যৈষ্ঠ ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক। সেখানে তাঁর বাইরে ঢাকায় আইন পেশায় নিয়োজিত আবদুল হামিদ নামে একজন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বর্তমান এমপি আফজাল হোসেন। এ আসনে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুব্রতপাল সহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আরো ৬জন।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের বর্তমানে এমপি প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এখানে তাঁর বিপরীতে কোনো প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

উল্লেখ্য যে, নির্বাচনী তফসিল মোতাবেক সবকিছু ঠিকঠাক থাকলে ৭ জানুয়ারী ২০২৪ইং তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.