× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালীতে চুরি হওয়া ৪২ রাউন্ড গুলিসহ ২ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

পটুয়াখালী প্রতিনিধি

২১ নভেম্বর ২০২৩, ১৮:০২ পিএম

পটুয়াখালীতে ১টি বিদেশি পিস্তল, ১টি শর্টগান, ১টি রিভলবার ও ৪২ রাউন্ড গুলিসহ মনিরুজ্জামান মুন্না (৪২) নামের এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ সময় তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত লোহার শাবল, হাতুরী, ৪টি প্লাস, লেহার ছেনি ও সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়। 

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সাইদুল ইসলাম। 

তিনি জানান, গত ১৮ নভেম্বর শহরের আরামবাগের অবসারপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা কবির উদ্দিনের (৭২) বাসা থেকে এসব পিস্তলসহ বেশ কিছু মালামাল চুরির ঘটনা ঘটে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। চুরির সময় কাস্টমস কর্মকর্তা ও তার স্ত্রী চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন। পরে তিনি চুরির ঘটনায় সদর থানায় এটি মামলা দায়ের করলে পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তি সহায়তায় ২০ নভেম্বর মুন্নাকে আরামবাগের নিজ বাসা থেকে পিস্তল সহ গ্রেফতার করে। 

এসময় তার কাছ থেকে চুরি যাওয়া ট্রলি ব্যাগ, লাগেজ, ব্রিফকেস,১ টি কালো রংয়ের বড় ব্যাগ, ১ টি হাত ব্যাগ, ৩০ টি শাড়ী, ২ টি কম্বল, ৫ টি কাথা, ১ টি মশারি, ২ টি চান্দিদা, ৪ টি বিছানার চাদর, ১ টি শাল চাদর, ২ টি তোয়ালে ও ২ টি ওয়াটার হিটার উদ্ধার করা হয়। 

মুন্না ওই অবসারপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তার প্রতিবেশী হওয়ায় চুরির আগে তার বাড়ির উপর নজরদারি করছিলো।

প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. জসিমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.