× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুমকিতে তালাবদ্ধ ভবনে দুর্ধর্ষ চুরি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

২১ নভেম্বর ২০২৩, ১৮:২৭ পিএম

পটুয়াখালীর দুমকিতে অভিনব কায়দায় তালাবদ্ধ ভবনে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরের দল ভবনের ওপরের সিড়িঘরের দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ অন্তত ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। 

উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের রূপাশিয়া গ্রামের জনৈক আলাউদ্দিন খানের বাড়িতে এ দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে। 

গতকাল বুধবার (২১ নভেম্বর) সকালে মোবাইল ফোনের সংবাদ পেয়ে নারায়নগঞ্জের কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে এসে গৃহকর্তা আলাউদ্দিন খা তার তালাবদ্ধ একতলা ভবনের গেট খুলে ভেতরে ঢুকে থ হয়ে যায়। সংঘব্ধ চোরের দল আলমারী, ও ওয়ার্ড্রপ ভেঙ্গে নগদ ২০হাজার টাকা, ৩ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ অন্তত: ৫লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। 

বাড়ির লোকজন, প্রতিবেশীদের উপস্থিতিতে দুমকি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এ ব্যাপারে গৃহকর্তা আলাউদ্দিন  দুমকি থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছে। তবে কবে এ চুরি সংগঠিত হয়েছে তা জানা যায়নি। 

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান সর্দার জানান, পরিবার পরিজন নিয়ে নারায়নগঞ্জে বসবাসকারি আলাউদ্দিন  খা তার পৈত্রিক ভিটিতে একতলা ভবনটি নির্মাণ করেছেন। দু’তিন মাস অন্তর অন্তর গ্রামের বাড়িতে আসা যাওয়া করছিল। গত অক্টোবর মাসের প্রথম সপ্তাহেও বাড়িতে এসেছিল। এ সময়ের মধ্যে যেকোন একরাতে চুরিটি সংগঠিত হয়ে থাকতে পারে।

দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, অভিযোগ পেয়ে এসআই মাহবুব মল্লিককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আটক ও চুরির মালামাল উদ্ধার চেষ্টা  অব্যাহত আছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.