× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তিতাসে আন্তঃজেলা ছিনতাইকারীসহ গ্রেফতার ৩

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

২১ নভেম্বর ২০২৩, ১৮:৩৪ পিএম

কুমিল্লার তিতাসে আন্তঃজেলা দুই ছিনতাইকারীসহ এক চোরকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, তিতাস থানার এসআই তানভীর আহমেদ ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে গত ২১ নভেম্বর রাত ২.৩৫টার সময় তিতাস থানার এজাহার নামীয় আসামি আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর লক্ষিপুর গ্রামের মো. জাহাঙ্গীর (২৫), ও নাইম হাসান লালু (২৭) এবং পৃথক আরেকটি অভিযানে এসআই তানভির আহাম্মদ একই রাতে স্থানীয় জনগনের সহায়তায় চোর চক্রের সদস্য তিতাস উপজেলা রাজাপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মো.রাসেল (২২)কে গ্রেফতার করে।

এ ব্যাপারে তিতাস থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.