× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রেণিকক্ষে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি

২১ নভেম্বর ২০২৩, ১৯:০০ পিএম

জয়পুরহাটের কালাই উপজেলার কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রাসার কর্মচারী আমিনুর ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষকদের মধ্যেও চরম অসন্তোষ বিরাজ করছে। 

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কালাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর পরিবার। 

এই অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার (ইউওএন), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকটে পাঠানো হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, গত ৯ নভেম্বর সকাল ১১টায় নবম শ্রেণির একজন ছাত্রীকে ক্লাসরুমে একা পেয়ে পিছন থেকে জাপটে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় স্পর্শ করে ও যৌন নিপীড়ন করেন জেলার কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেনীর কর্মচারি আমিনুর ইসলাম। এমতবস্থায় ওই ছাত্রী কাঁন্না করে বাড়ীতে এসে পরিবারকে জানান। এ ঘটনায় গত ২০ নভেম্বরে মাদ্রাসার সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর পরিবার। পরের দিন ওই ছাত্রী মাদ্রাসায় গেলে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য প্রতিষ্ঠানের সুপার তার রুমে ডেকে নিয়ে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেন। এছাড়াও বিষয়টি কাউকে না বলে এবং আইনত ব্যবস্থা নিতে নিষেধও করেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।

জেলার কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রাসার গিয়ে ৪র্থ শ্রেনীর কর্মচারি আমিনুর ইসলামকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে যোগাযোগ করেও কথা বলা সম্ভর হয়নি।

জানতে চাইলে মাদ্রাসার সুপার আব্দুল আলীম (এমএ) বলেন, এ বিষয়ে কোন মন্তব্য করতে পারব না। বিষয়টি ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত নিবেন। ওই মাদ্রাসার সভাপতি ও মাত্রাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর হান্নান বলেন, এরকম একটি ঘটনা শুনেছি। আগামীকাল (বৃহস্পতিবার) মাদ্রাসায় ম্যানেজিং কমিটির মিটিং হবে। সেখানে এ বিষয় নিয়ে আলোচনা হবে।

জানতে চাইলে দায় এড়ানো বক্তব্য দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মো. মনোয়ারুল হাসান বলেন, অভিযোগ পেয়ে ওই মাদ্রাসার কমিটির সাথে যোগাযোগ করা হয়েছে।  এমন কান্ডে আগামীকাল মিটিং করে ওই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন মাদ্রাসার ম্যানিজিং কমিটি।

জানতে চাইলে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.