× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুলাউড়ায় ৯ বছর আগের মারামারির মামলায় দুজনের কারাদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি

২২ নভেম্বর ২০২৩, ১৯:১৫ পিএম

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ২০১৫ সালে কবরস্থান নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অপর দুইজনকে অর্থদণ্ড দিয়েছেন মৌলভীবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

গতকাল মঙ্গলবার মৌলভীবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ কায়ছার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন। 

২০১৫ সালে কুলাউড়া থানায় দায়ের হওয়া (জিআর মামলা নং ২০৬) মামলাটি দীর্ঘ ৯ বছর পর আদালত এই রায় দেন। 

রায়ে আসামি শফিক মিয়াকে দণ্ডবিধি ৩২৪ ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে একমাস বিনাশ্রম কারাদণ্ড ও অপর আসামি মো. চিনু মিয়াকে দণ্ডবিধি ৩২৫ ধারায় ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ বছরের অর্থদন্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। 

এছাড়াও আসামী মো: শাহজাহান মিয়া ও ইব্রাহীম মিয়া-কে দন্ডবিধি ৩২৩ ধারায় অর্থদন্ড প্রদান করেন। মামলায় ৯ জন আসামী খালাস পান। তারা হলেন, শাহান মিয়া, সাব্বির হোসেন, মন্তর মিয়া পিতা: সোনা মিয়া, মন্তর মিয়া পিতা: সোয়াব মিয়া, সাজিদ মিয়া, মো: ছিফত মিয়া, ছমেদ মিয়া, কবির মিয়া ও নানু মিয়া। এছাড়াও ওই মামলা চলাকালিন সময়ে অপর দুই আসামী বাজিদ মিয় ও রফিক মিয়ার মৃত্যু হয়। 

বুধবার (২২ নভেম্বর) আদালত সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার ৫নং ব্রাম্মনবাজার ইউনিয়নের সাতবা গ্রামে ২০১৫ সালের ১২ আগস্ট কবরস্থান নিয়ে দ্বন্দের জেরে ওই গ্রামের ফারুক মিয়া, সুলতান মিয়া, আব্দুল মন্নাফ ও আবু তালেব এর উপর হামলা হয়। হামলার এ ঘটনায় ফারুক মিয়া, সুলতান মিয়া, আব্দুল মন্নাফ ও আবু তালেব আহত হলে ফারুক মিয়া বাদী হয়ে একই বছরের আগস্টে কুলাউড়া থানায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটির দীর্ঘ ৯ বছর বিচার প্রক্রিয়া শেষে এই রায় প্রদান করেন আদালত।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.