চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ৩ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর হাকিমপুর পশ্চিমপাড়া এলাকার মৃত এমতাজ মাঝির ছেলে তৌফিকুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তি র্যাব জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জে সদর থানাধীন চর হাকিমপুর পশ্চিমপাড়া গ্রামস্থ মৃত এততাজ মাঝীর ছেলে মাদক ব্যবসায়ী মো. তৌফিকুল (৪০) এর বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মো. তৌফিকুলের বসতবাড়িতে র্যাবের গোয়েন্দাদল নৌকাযোগে পদ্মা নদী পার হয়ে বাড়ির চতুরদিক ঘেরাও কালে ২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে র্যাবের একটি টিম ১ জনকে হাতেনাতে আটক করে এবং অপর ১ জনকে কৌশলে বাড়ির পূর্বের গেইট দিয়ে দ্রুত গতিতে দৌড়ে দক্ষিণ দিকে পালিয়ে যায়। পরে ইটের দেয়াল বেষ্টিত বসতবাড়ির ভিতরে শয়ন কক্ষের মাটির ২ ফুট নিচে অভিনব কায়দায় পোতা অবস্থায় হেরোইন উদ্ধার করে।
র্যাব-৫ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। পেশায় একজন কৃষক হলেও কৃষিকাজের আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীসহ বিভিন্ন এলাকায় হেরোইনের চালান সরবরাহ করতো। গ্রেফতারকৃতকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে।