দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
বুধবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ও রিটার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান সবুজ এবং উপজেলা নির্বাচন অফিসার পলয় কুমার সাহার কাছে মনোনয়নপত্র জমা দেন।
এর আগে তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দোয়া ও মিল্লাদ করেন
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাক আহমেদ বুলবুল, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মুনসুর , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক খলিলুর রহমান খলিল,প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এপিএস ১ লুৎফর রহমান ফুলু ও প্রয়াত সাবেক রাষ্ট্রপতির এপিএস ২ সাখাওয়াত হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা যুবলীগের আহবায়ক অলিউল ইসলাম অলি উপজেলা যুবলীগের যুগ্ম- আহবায়ক অরুন আল আজাদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ইশবাল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম- আহবায়ক আরমান উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমির হামজা সাধারণ সম্পাদক রিয়াদ মিয়াসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।