× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভৈরবে পাপনের মনোনয়নপত্র দাখিল

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৩, ১৬:২৫ পিএম

দ্বাদশ জাতীয়  সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন  থেকে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিসিবির সভাপতি  নাজমুল হাসান পাপন।  

বুধবার  দুপুর ১২টায়  উপজেলা নির্বাহী অফিসার  কার্যালয় ও  রিটার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান সবুজ এবং উপজেলা নির্বাচন অফিসার পলয় কুমার সাহার   কাছে মনোনয়নপত্র জমা দেন। 

এর আগে তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দোয়া ও মিল্লাদ করেন  

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাক আহমেদ বুলবুল, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মুনসুর , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক খলিলুর রহমান খলিল,প্রয়াত  সাবেক রাষ্ট্রপতি এপিএস ১ লুৎফর রহমান ফুলু ও প্রয়াত  সাবেক রাষ্ট্রপতির এপিএস ২ সাখাওয়াত হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম  বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা যুবলীগের আহবায়ক অলিউল ইসলাম অলি উপজেলা যুবলীগের যুগ্ম- আহবায়ক অরুন আল আজাদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ইশবাল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম- আহবায়ক আরমান উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমির হামজা  সাধারণ সম্পাদক রিয়াদ মিয়াসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.