× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সলঙ্গায় সবজিবোঝাই পিকআপে আগুন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৩, ১৬:৩৩ পিএম

বিএনপির ডাকা অষ্টম দফা অবরোধের আগের রাতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সবজি বোঝাই পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে সলঙ্গা থানার পাঁচলিয়া ও নলকার মাঝামাঝি আজিজ ফিলিং স্টেশনের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পরিবহনে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পিকআপটির সামনের অংশ পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

এবিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ ওয়াদুদ বলেন, একটি সবজি বোঝাই  পিকআপে রাত ৩টার দিকে উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপটি আজিজ ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে সেখানে রাস্তা একটু ভাঙ্গা থাকায় পিকআপটি একটু গতি কমায়। এই সুযোগে কয়েকজন দুর্বৃত্ত মশাল জ্বালিয়ে পিকআপটির সামনের ছিটে আগুন ধরিয়ে দেন।

তিনি আরও বলেন, এসময় চালক ও হেলপার ভয়ে পিকআপ থেকে নেমে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পিকআপটির সামনের দিক পুড়ে গেছে। পিকআপটিতে আগুন দেওয়ায় দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.