× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মনোনয়নপত্র দাখিল করলেন বেগম মতিয়া চৌধুরী

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

২৯ নভেম্বর ২০২৩, ১৬:৩৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন সংসদ উপনেতা অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী এমপি । 

বুধবার দুপুর ১টায় নালিতাবাড়ী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের  নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি। 
এর আগে সকাল ১০টায় নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম মোস্তফা কামালের সভাপতিত্বে ও মনোনয়ন পত্র দাখিল উপলক্ষে  নালিতাবাড়ী শহীদ মিনার প্রাঙ্গনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে নালিতাবাড়ী উপজেলার ১২ টি ইউনিয়ন,একটি পৌরসভার সকল স্তরের মানুষ ও আওয়ামী লীগের সকল নেতা কর্মী মিছিলে মিছিলে জমায়েত হয়।
উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহামেদ বকুলের সঞ্চালনায় উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী'র স্বাগত বক্তব্য মধ্য দিয়ে আলোচনা সভায় শুভেচ্ছা বিনিময়ে  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সফল কৃষি মন্ত্রী অগ্নি কন্যা বেগম মতিয়া চৌধুরী এমপি।বক্তব্যে তিনি বলেন, আমি যদি আপনাদের জন্য কিছু করে থাকি তার মাধ্যমে আপনারা  উপকৃত হয়ে থাকেন তাহলেই আমি ধন্য। আপনারা প্রধানমন্ত্রী জন্য দোয়া করবেন- আমার জন্য দোয়া করবেন আর নৌকা মার্কায় একটি ভোট দিবেন। 
এসময় আরও বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম মোস্তফা কামাল, নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। 
আরও উপস্থিত ছিলেন নকলা পৌর মেয়র - উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, নালিতাবাড়ী পৌর মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক,নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া বুলু,আছমত আরা, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেন,সারোয়ার আহম্মেদ স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, আব্দুল লতিফ, জাহাঙ্গীর আলম , প্রচার সম্পাদক - ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন প্রমুখ। 
এছাড়াও  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ উপ কমিটির সদস্য বাবু গোপাল চন্দ্র সরকার, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় নেত্রী রাসিদা চৌধুরী, ইউপি চেয়ারম্যান প্রিন্সিপাল জামাল উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন এর ইউপি চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী,যুবলীগের নেতাকর্মী, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী,মহিলা শ্রমিক লীগের নেতাকর্মী,ছাত্রলীগের নেতাকর্মী সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মী।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.