আসন্ন জাতীয় সংসদ নির্বচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী নড়াইল-১ আসনে মনোনয়ন কিনেছেন এ আসনের বর্তমান এমপি কবিরুল হক মুক্তি এবং স্বতন্ত্র হিসেবে তার স্ত্রী চন্দনা হক মঙ্গলবার (২৮ নভেম্বর) কালিয়া উপজেলা ইলেকশান অফিস থেকে এ মনোনয়ন সংগ্রহ করেছেন। গত দু’দিনে জেলার দুটি আসন থেকে মোট ১৪জন মনোনয়ন সংগ্রহ করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, এ আসন থেকে আরও ৭জন মনোনয়ন কিনেছেন। তারা হলেন- কেন্দ্রƒীয় আওয়ামী যুবলীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, জাতীয় পার্টির মোঃ মিল্টন মোল্যা, ব্যবসায়ী সিকদার মোঃ শাহাদত হোসেন, শামীমা পারভিন ইয়াসমিন ও সাজ্জাদুল ইসলাম মনোনয়ন সংগ্রহ করেছেন। জানা গেছে, বর্তমান এমপির স্ত্রী চন্দনা ড্যামি প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন।
এছাড়া নড়াইল-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত বর্তমান এমপি ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা, ওয়ার্কার্স পার্টির সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী লায়ন নূর ইসলাম, গণফ্রন্টের উপদেষ্টা মোঃ লতিফুর রহমান ও স্বতন্ত্র মোঃ মাহবুবুর রহমান।
জেলা নির্বাচন অফিসার মোঃ জসীম উদ্দিন বলেন, মঙ্গলবার বিকাল পর্যন্ত ১৫জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১-৪ ডিসেম্বর, আপিল দায়ের ৫-৯ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১০-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর ও ভোটগ্রহণ ৮ জানুয়ারী।
নড়াইল-০২ আসনে দ্বিতীয়বারের মত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা। এছাড়া নড়াইল-১ আসন থেকে হ্যাট্রিক করার পর কবিরুল হক মুক্তি ৪র্থ বারের মতো এ আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন।