× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজীপুর-৫ আসনে প্রার্থী হলেন তৃতীয় লিঙ্গের ঊর্মি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৩, ১৮:২১ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ) নির্বাচনী আসন কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল ইউনিয়নের ৪০,৪১,৪২নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে লিবারেল ইসলামিক জোটের প্রার্থী হতে মনোনয়ন পেয়েছেন ঊর্মি নামের এক তৃতীয় লিঙ্গের নারী। আসনটিতে তাকে মনোনয়ন দিয়েছে লিবারেল ইসলামিক জোট। 

নির্বাচন কমিশন (ইসি) দায়িত্ব নেয়ার পর নতুন দুটি দলকে নিবন্ধন দিয়েছে। এর মধ্যে একটি বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। এ দলের প্রতীক একতারা। তাদের নেতৃত্বে ছয় দলের লিবারেল ইসলামিক জোট এবারের নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। 

সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারির নেতৃত্বাধীন বাংলাদেশ সুপ্রিম পার্টি ছাড়াও লিবারেল ইসলামিক জোটের সঙ্গীরা হলো ইসলামিক ঐক্য জোট, আশেকানে আউলিয়া ঐক্য পরিষদ, বাংলাদেশ জনদল (বিজেডি), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) ও কৃষক শ্রমিক পার্টি।

মনোনয়ন পাওয়া ঊর্মি গাজীপুর সদর উপজেলার পুবাইলের বাড়ৈবাড়ি এলাকার ফাইজ উদ্দিন ও ছালেহা খাতুনের মেয়ে। ঊর্মি প্রতিবেদককে জানান, মনোনয়ন ফরম জেলা নির্বাচন কার্যালয়ে বৃহস্পতিবার জমা দিয়েছি। ‘আমি নির্বাচনের জন্য এখন প্রস্তুতি নিচ্ছি। তিনি আরোও জানান, আমি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আপনারা সকলে আমায় সহযোগিতা করবেন। 

খোঁজ নিয়ে জানা যায়, গাজীপুর-৫ আসনে ঊর্মি জোটের মনোনয়ন পান ১৮ নভেম্বর। তার পরপরই তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

তৃতীয় লিঙ্গের ঊর্মিকে মনোনয়ন দেওয়ার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সুপ্রিম পার্টির সূত্রে জানা যায়, গাজীপুর-৫ আসন থেকে তিনজন দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে তাদের সাক্ষাৎকার নেয়া হয়। তাদের কাছে তৃতীয় লিঙ্গের ঊর্মিকে যোগ্য প্রার্থী হিসেবে মনে হয়েছে। তাই তাকে মনোনয়ন দেয়া হয়েছে। আসনটিতে ঊর্মি তাদের জোটের একমাত্র প্রার্থী। 

ঊর্মিকে মনোনয়ন দেওয়ার বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট সূত্র আরোও বলেন, তৃতীয় লিঙ্গের তারাও এদেশের নাগরিক, তাদেরও নেতৃত্ব দেয়ার অধিকার রয়েছে। 

গাজীপুর-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। তিনি গতকাল বুধবার মনোনয়ন জমা দিয়েছেন। গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুয়ায়ী ৩০ নভেম্বর পর্যন্ত নির্বাচনের রিটার্নিং, সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রার্থীরা মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিতে পারবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.