রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে শ্যালো মেশিন চালিত ট্রলির চাকায় পিষ্ট হয়ে মো. নিহাব ইসলাম নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশু নিহাব গোপালপুর ইউনিয়নের শিবপুর হরিদ্দি সরকার পাড়া গ্রামের মাহমুদুল ইসলামের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ধান শুকানোর জন্য বাড়ি থেকে ট্রলি বের করে যাওয়ার সময় ট্রলিতে শিশু নিহাব নামের শিশুটি ট্রলিতে বসেছিল। ট্রলি চলাকালীন অবস্থায় হঠাৎ করে শিশুটি মাটিতে পড়ে গিয়ে ট্রলির চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরের স্থানীয় লোকজন বদরগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক এস আই শফিউল্লাহ আব্বাস বলেন, ধান শুকানোর জন্য ট্রলিতে ধান নিয়া যাওয়ার সময় ওই ট্রলিতে শিশু নিহাব বসেছিল। হঠাৎ করে ট্রলি থেকে পড়ে গিয়ে ওই ট্রলির চাকার নিচে পরে পিস্ট হয়ে মারা গিয়েছে।
এ ঘটনায় বদরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ বলেন, গোপালপুর ইউনিয়নে ট্রলির চাকায় পিষ্ট হয়ে নিহাব নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবার ও আত্মীয়-স্বজনের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।