× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

না.গঞ্জ-১ আসনে দস্তগীর-তৈমুর ও ৪ আসনে শামীমের মনোনয়নপত্র দাখিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৩, ১৮:৫৯ পিএম

নারায়ণগঞ্জের নির্বাচনী তৎপরতা একদিন আগেই শুরু হয়েছে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জেলার দুইটি আসনে বুধবার বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ও শামীম ওসমান এবং তৈমুর আলম খন্দকার মনোনয়ন পত্র দাখিল করেছেন।

নারায়ণগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, তৃনমূল বিএনপির কেন্দ্রীয় মহাসচিব তৈমুর আলম খন্দকার এবং জেলার-৪ আসন থেকে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

নির্বাচন কমিশন সূত্র বলেছে, নারায়ণগঞ্জসহ সারা দেশে ২০২৪ সালের ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন কার্যালয়ে ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের দিবস ধার্য হয়।

সূত্র বলেছে, জেলার রূপগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী এবং তৃনমূল বিএনপির নেতা তৈমুর আলম খন্দকার মনোনয়নপত্র দাখিল করেন।২৯ নভেম্বর বিকেলে জেলা রিটার্নিং অফিসারের নিকট তৈমুর আলম খন্দকার এবং উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারের নিকট গোলাম দস্তগীর গাজী মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া জেলা রিটার্নিং অফিসারের নিকট বিকেলে আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান মনোনয়নপত্র দাখিল করেন।

সূত্র বলেছে, ৩০ নভেম্বর বৃহস্পতিবার অন্য সকল প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করবেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, আমি আমার শতভাগ দিয়ে জনগণের জন্য কাজ করেছি। আমি অসুস্হ্য ছাড়া সব দিন রূপগঞ্জে অবস্হান নিয়েছি।৯০ ভাগ রাস্তা ও স্কুল কলেজ হয়েছে।আগামী কয়েক দিনে বাকি কাজগুলো হয়ে যাবে।

গোলাম দস্তগীর গাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে উন্নত বিশ্বে নিয়ে যাবে।আরো উন্নয়ন আসবে।উন্নয়ন চলমান।উন্নয়নের শেষ নেই। এটা ধরে রাখতে পারলেই ২০৪১ সালে আমরা উন্নত হতে পারবো।

শামীম ওসমান মনোনয়নপত্র দাখিল করে সাংবাদিকদের বলেন, একটা গ্যারান্টি দিতে চাই--নির্বাচন শতভাগ  ফেয়ার হবে।ঘাড় ঘুরিয়ে কেউ ভোট দিতে পারবে না।যে যার মতো ভোট দিবে। উৎসবের সাথে নির্বাচন হবে।শামীম ওসমান বলেন,আমাকে ভোট দিয়েন না।যাকে ইচ্ছা তাকে ভোট দিন।তারপরও ভোট কেন্দ্রে আসুন।

ইউরোপে মানুষ কতো সুন্দর ভাবে ভোট দিতে যায়।তারপরও ৩০ ভাগ ভোট কাষ্ট হয় না।

তৈমুর আলম খন্দকার বলেন,পুলিশ আমাকে গরুর মতো পিটিয়েছে। আমাকে গলা চেপে ধরেছে। গুলি খেয়ে আমি পরে রয়েছি।কোর্ট থেকে সাদা পোশাকে পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে।২০০৫ সালে মাত্র ৫ ঘন্টা আগে দলীয়(বিএনপি) সিদ্ধান্তে মেয়র পদের প্রার্থীতা থেকে সড়ে যেতে হয়েছে।এরেরও বিএনপি আমাকে অত্যাচার করে, লাঞ্চিত করে দল থেকে বিতারিত করেছে।এরপর আল্লাহ আমাকে তৃনমূল বিএনপির মহাসচিব হবার সূযোগ করে সন্মানের অধিকারী করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.