× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ড্যামি প্রার্থীরা খেলনা বন্দুক, নলও নেই, গুলিও নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৩, ১৯:৩৬ পিএম

দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নৌকা প্রতীক দিয়ে প্রার্থীতা দেওয়ার পাশাপাশি দলীয়ভাবে একজন করে ড্যামি প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন। 

বুধবার মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তোরে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসন থেকে নৌকা প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন বলেছেন, প্রাধানমন্ত্রী এবারের নির্বাচনে ঘোষণা দিয়েছেন ড্যামি ক্যান্ডিডেট রাখার জন্য। ড্যামি বলতে আমরা জানি যে, ছোটকালে আমরা কুচকাওয়াজ করেছি। ওখানে একটা বন্দুক থাকতো, যে বন্দুকের নলও নেই, গুলিও নেই। সেটাই হলো ড্যামি। সেটা ফোটেও না। ক্ষতিও করে না। তো নির্বাচনে আমরা একটা ড্যামি ক্যান্ডিডেট রাখবো। যাতে করে আন-কনটেষ্ট কোন জায়গাতে কেউ নির্বাচিত না হয়। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম মেহেরপুর সরকারি কলেজে চালু করা হবে।একটি ভাড়া বিল্ডিং এ মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার নিয়ম রয়েছে। আমাদের কার্যক্রম প্রাথমিকভাবে শুরু করব, পড়ানোর জন্য আমরা কিছু জায়গা চিন্তা ভাবনা করছি। সেটি এমনও হতে পারে যে মেহেরপুর সরকারি কলেজের একাডেমিক ভবনে শুরু করা হবে। আর আমরা কোথায় বিশ্ববিদ্যালয়টি করব সেটি আমরা কিছুদিনের মধ্যে জানাবো। আমাদের কিছু জায়গা ইতিমধ্যেই বেছে নিয়েছি, তার ভিতরে যেটি সবচাইতে উত্তম হবে সেখানেই হবে মুজিবনগর বিশ্ববিদ্যালয়।

এই সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক কাদির মিয়া, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিন সহ আরো অনেকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.