দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ- তারাগঞ্জ) আসনের মনোনয়নপত্র জমা দিলেন টানা তৃতীয় বারের মতো মনোনয়ন পাওয়া আহসানুল হক চৌধুরী ডিউক।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার মোঃ আবু সাঈদ এর কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল করিম পান্না ও তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমানসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২০১৪ সাল থেকে টানা তৃতীয়বারের মতো নৌকার মনোনয়ন প্রাপ্ত আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক।