দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় সহকারি রিটার্নিং কর্মকর্তা ও কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি'র নিকটে এই মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এ্যাড. কাজী মোনায়েম হোসেন, জেলা আ' লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি এস এম সোলায়মান আলী, মোমিন আহমেদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুনিশ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানসহ জেলা ও উপজেলা আ.লীগের বিভিন্ন নেতাকর্মীরা।
পরে আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। এই উন্নয়ন থেকে বাদ পড়েনি জয়পুরহাট জেলা। সরকারে উন্নয়ন অব্যাহত রাখতে ফের নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।