× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার বিকল্প পথ নেই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

৩০ নভেম্বর ২০২৩, ১৭:১৩ পিএম

গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক. ম মোজাম্মেল হক আজ গাজীপুর-১ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। কালিয়াকৈর, কোনাবাড়ী কাশেমপুর ও বাসন এলাকা নিয়ে গাজীপুর-১ আসন গঠিত।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর কাছে গাজীপুর-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ.ক.ম মোজাম্মেল হক মনোনয়নপত্র দাখিল করেন। 

মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার বিকল্প কোন পথ নাই। তারা কিভাবে ক্ষমতায় যেতে চায় নির্বাচন ছাড়া তা জানিনা। এটা তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত তাদের এই ভুল সিদ্ধান্তকে জনগণ প্রত্যাখ্যান করে দিয়েছে। আমরা সব সময় প্রতিযোগিতা বিশ্বাস করি। তাদের কি এমন দুর্বলতা , হয়তোবা তাদের শাসন আমল গুলোতে সীমাহীন ব্যর্থতা অনিয়ম দুর্নীতি ইত্যাদি কারণে জনগণকে মোকাবেলা করতে ভয় পায় এটা আমার ধারণা। 

এদেশের ভোটাররা সারা জীবনই প্রমাণ করে দিয়েছে। জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করবে না আগামীতেও সিদ্ধান্ত নিতে ভুল করবে না আমার জনগনের উপর শতভাগ আস্থা রয়েছে।

তিনি আরো বলেন, আমরা ভোটারদের কাছে যাব, সাক্ষাৎ করব জনগণের মেন্ডেড চাব ও রায় চাব। একটি দল তারা বারবার রাজনৈতিক সিদ্ধান্তে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার বিকল্প কোন পথ নাই ।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মুরাদ কবির, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগযুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম তুষার, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগ সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয় , গাজীপুর জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আকবর আলী খান , গাজীপুর জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সিকদার মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, ইউপি চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.