চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ,জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুৃক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইউসুফ গাজী,সহ সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্বল হোসেন এসডু পাটওয়ারী, এড. মুজিবুর রহমান ভূঁইয়া, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী , জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃজিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী, জেলা মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্যানেল মেয়র হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন বেপারী, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর আ. মালেক শেখ, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন,জেলা মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি শাহ আলম মল্লিক,সদর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সফিকুর রহমান বেপারীসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মৎস্যজীবী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেয়ার পূর্বে চাঁদপুর সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।