ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিয়ন্ত্রণ হারানো বালুবোঝাই ট্রাকচাপায় স্কুলশিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটনা।
নিহতরা হলেন- উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত দুলাল গৌড়ের মেয়ে ধনতি গৌড় (৬০) ও নওপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আবদুস সাত্তার (৬২)। আবদুস সাত্তার পস্তারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে বালুবোঝাই একটি ট্রাক ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশন অফিসের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ধনতি গৌড়ের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন শিক্ষক আব্দুস সাত্তার। পরে স্থানীয়রা আব্দুস সাত্তারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।